বিদেশের চিকিৎসা এখন বাংলদেশের সরকারি হাসপাতালে:


পায়ের বড় রক্ত চলাচলের রাস্তা পেটের ভিতর থেকে বন্ধ হয়ে গেছে (Aortoiliac occlusive Disease)। এজন্য রোগীর দুই পায়ে সরাসরি কোন রক্ত চলাচল নেই।
রোগী হাঁটতে পারে না, হাঁটতে গেলে প্রচুর ব্যথা শুরু হয়, পা পচন ধরার দিকে চলে যায় এই রোগে।
এই সব সমস্যা নিয়ে রোগী ভর্তি হয় জাতীয় হৃদরোগ হাসপাতাল, ঢাকাতে। এখন সেখানে রোগীর রক্তনালীর বাইপাস অপারেশন হচ্ছে। রক্ত নালীর বন্ধ অংশের উপর ও নিচে কৃত্তিম রক্তনালীর সাহায্যে রাস্তা তৈরি করা হবে।
এ ধরণের অপারেশন প্রতি সপ্তাহে একটি থেকে দুইটি সফলতার সাথে এই হাসপাতালে হচ্ছে।
তাই এই ধরনের জটিল, ব্যায়বহুল এবং দীর্ঘ অপারেশন এর জন্য রোগীকে বিদেশে দৌড়ানোর দরকার নেই।
সরকারিভাবে এই অপারেশন এর খরচ বলতে শুধু প্রয়োজনীয় সুতা ও কৃত্তিম রক্তনালির খরচ। ধন্যবাদ।






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Autonomous Sensory Zones of Peripheral Nerves

আমাদের সন্তানরা তাদের স্কুল লাইফেই তাদের পিতা কে হারাবে

Short Case and Long case examination: Phase A 2018 Orthopedic Surgery